ছাত্রদল নেতার ওপর হামলা, অস্ত্রসহ যুবক আটক

লক্ষ্মীপুরের রামগঞ্জে হত্যার উদ্দেশ্যে মো. ইউনুস নামে এক ছাত্রদল নেতার ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তাকে গুলি করতে গেলে ধস্তাধস্তিতে তা লক্ষ্যচ্যুত হলে তিনি প্রাণে বেঁচে যান। পরে স্থানীয়রা একটি দেশীয় তৈরি এলজিসহ ফরহাদ হোসেন নামে এক যুবককে আটকের পর পুলিশে সোপর্দ করে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বিকেলে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামের বড় বাড়ির সামনে ইউনুসের ওপর হামলার ঘটনা ঘটে।
আহত ইউনুস জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ফতেহপুর গ্রামের বাসিন্দা। আটককৃত ফরহাদ চন্ডিপুর ইউনিয়নের উত্তর হাজীপুর গ্রামের মনির হোসেনের ছেলে।
ছাত্রদল নেতা ইউনুস ও স্থানীয়রা জানায়, ঘটনার সময় ইউনুস স্থানীয় বাজার থেকে বাড়ি যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছলে দুটি মোটরসাইকেলে ৪ যুবক তার গতিরোধ করে। এ সময় তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। একপর্যায়ে তাকে গুলি করতে গেলে ধস্তাধস্তিতে তা লক্ষ্যচ্যুত হয়। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে ৩ জন পালিয়ে যায়। এসময় জনগণের হাতে ফরহাদ আটকা পড়ে। রবিন নামে এক যুবকের নেতৃত্বে এ হামলা চালানো হয়। রবিন এলাকায় ‘ডাকাত’ হিসেবে পরিচিত। এ হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
ছাত্রদল নেতা মো. ইউনুস বলেন, হত্যার উদ্দেশ্যে ডাকাত রবিনের নেতৃত্বে আমার ওপর হামলা করা হয়েছে। তারা আমাকে মারধরও করেছে। গুলি লক্ষ্যচ্যুত না হলে ও আশপাশের লোকজন এগিয়ে না এলে আমাকে মেরে ফেলতো। রাজনৈতিক কারণে এ হামলা চালানো হয়েছে।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাটি আমাকে কেউ জানায়নি। খোঁজ নিচ্ছি।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়। জনগণের সহায়তায় একটি দেশীয় তৈরি এলজিসহ ফরহাদ নামে একজনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
হাসান মাহমুদ শাকিল/আরকে