মাছ ধরতে গিয়ে ১৫ দিন ধরে নিখোঁজ ইসরাইল গাজী, পরিবারের দুশ্চিন্তা

সাতক্ষীরার দেবহাটায় মাছ ধরতে গিয়ে ইসরাইল গাজী (৪২) নামে এক ব্যক্তি ১৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের বিলকাজলা গ্রামের বাসিন্দা এবং এবাদুল গাজীর ছেলে। এ ঘটনায় তার মা হামিদা খাতুন (৬০) থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
হামিদা খাতুন জানান, গত ২৪ জানুয়ারি বিকেলে পাশের দেবহাটা উপজেলার খলিসাখালী এলাকায় নিজের ক্রয়কৃত একটি ঘেরে মাছ ধরতে যান ইসরাইল গাজী। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ রয়েছে। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করার সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে কালিগঞ্জ থানা ইসরাইল গাজীর নিখোঁজ সংক্রান্ত জিডি গ্রহণ করেনি কারণ তিনি দেবহাটা এলাকায় মাছ ধরতে গিয়েছিলেন। পরে ৭ ফেব্রুয়ারি দেবহাটা থানায় নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়।
নিখোঁজের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে হামিদা খাতুন বলেন, আমার ছেলে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। সংসারে তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। দীর্ঘ ১৫ দিনেও কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের সবাই দুশ্চিন্তায় রয়েছেন। দ্রুত তার ছেলের সন্ধান চেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ জানিয়েছেন তিনি।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হযরত আলি বলেন, ইসরাইল গাজীর সন্ধান পেতে আমরা কাজ শুরু করেছি। তার মোবাইল কললিস্ট পর্যালোচনাসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে। নিখোঁজ ব্যক্তির সন্ধানে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ইব্রাহিম খলিল/আরকে