ফেনীতে দুই ইটভাটাকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা

ফেনীতে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার অপরাধে দুই ইটভাটা মালিককে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ফেনী সদর উপজেলার ফাজিলপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ইটভাটাগুলো দীর্ঘদিন ধরে ফসলি জমির মাটি কেটে ব্যবহার করছে। সোমবার খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী তাদের জরিমানা করা হয়েছে। তারমধ্যে সদর উপজেলার ফাজিলপুর এলাকার আমিন ব্রিকসের চলতি বছরের লাইসেন্স হালনাগাদ না থাকায় ও ফসলি জমির মাটি কাটায় ৭ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে লাইসেন্স হালনাগাদ না করা পর্যন্ত কার্যক্রম পরিচালনা করবে না বলে মুচলেকা নেওয়া হয়। অভিযানে পশ্চিম ফাজিলপুর এলাকার খাইয়ারা ব্রিকস-১ নামের একটি ইটভাটা দীর্ঘদিন ধরে লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা করায় ও ফসলি জমির মাটি কাটার অপরাধে গুঁড়িয়ে দেওয়া হয়। এ ছাড়াও প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার বলেন, অবৈধভাবে ফসলি জমির মাটি কাটা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে ফসলি জমি থেকে মাটি না কাটার জন্য ইটভাটা মালিকদের সতর্ক করা হয়েছে।
এ সময় পরিবেশ অধিদপ্তর, সেনাবাহিনী, জেলা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।
তারেক চৌধুরী/এমজেইউ