ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে তিন শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সড়ক ও জনপথের (সওজ) জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা ফলের দোকানসহ ৩শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমাননের নেতৃত্বে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এসময় মহাসড়কের দুপাশে অবৈধভাবে ফুটপাত দখলকারী ছোট-বড় ব্যবসায়ীদের প্রায় ৩শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। একইসঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬টি দোকানকে মোট ২১০০০ টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান বলেন, দীর্ঘদিন ধরে মহাসড়কের পাশে সওজের জায়গা দখল করে টংঘর গড়ে তুলে যানজট সৃষ্টি করে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে। এসব অবৈধ স্থাপনার কারণে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মহাসড়কে প্রতিদিন দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছিল। তাই আজ আমাদের এই উচ্ছেদ অভিযান এবং আরো প্রায় ২০০টি দোকান মালিককে নিজ দায়িত্বে দোকান অপসারণ করার নির্দেশনা প্রদান করা হয়। উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন, হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহেদ মোর্শেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদসহ স্থানীয়রা।
মীমরাজ হোসেন/এমএসএ