মুন্সীগঞ্জে সড়কে প্রাণ গেল দুই বৃদ্ধের

মুন্সীগঞ্জের সিরাজদিখানে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৬টা ও ৭টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা আন্ডারপাসের দক্ষিণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও বালুচর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের পাকা রাস্তার ওপর এসব দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিমতলা আন্ডারপাসের দক্ষিণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঢাকা অভিমুখী সার্ভিস লেনে রাস্তা পার হওয়ার সময় ৬০ বছরের এক ভিক্ষুককে অজ্ঞাতনামা গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে বৃদ্ধ সার্ভিস লেনের ডান পাশে পড়ে ঘটনাস্থলেই মারা যান। ঘটনাস্থলে হাসাড়া হাইওয়ে থানা পুলিশ উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
অপরদিকে উপজেলার বালুচর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের পাকা রাস্তার ওপর প্রাণ কোম্পানির একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো ল-১৪-১২২১) বালুচর হতে বেতকা টংগিবাড়ী যাওয়ার সময় একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিলে অটোরিকশায় থাকা যাত্রী মো. আব্দুল মজিদ (৬০) আহত হন। পরে এলাকাবাসী উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আব্দুল মজিদ উপজেলার কৃষ্ণনগর গ্রামের মৃত গোরফান আলীর ছেলে।
সিরাজদিখান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, এলাকাবাসী কাভার্ডভ্যানের চালক পারভেজকে (২৬) আটক করেছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ব. ম শামীম/এমজেইউ