ব্যালটের মাধ্যমে রাষ্ট্রের মালিকদের দ্রুত রাষ্ট্র বুঝিয়ে দিতে হবে

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেছেন, শেখ হাসিনা পালিয়ে গেছে, এখন জনগণকে রাষ্ট্রক্ষমতায় যুক্ত করতে হবে। যত দ্রুত সম্ভব রাষ্ট্রের মালিক জনগণের হাতে রাষ্ট্র বুঝিয়ে দিতে হবে। শেখ হাসিনা মনে করতো সে এবং তার পরিবার রাষ্ট্রের মালিক, কিন্তু আমরা মনে করি রাষ্ট্রের মালিক জনগণ। অতএব ব্যালটের মাধ্যমে রাষ্ট্রের মালিকদের অতিদ্রুত রাষ্ট্র বুঝিয়ে দিতে হবে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, রাষ্ট্রের পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলাসহ বিভিন্ন দাবিতে ভোলা জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভোলার সাত উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী সমাবেশে অংশগ্রহণ করেন।
জহির উদ্দিন স্বপন বলেন, দেশের সকল সমস্যার একমাত্র সমাধান জাতীয় নির্বাচন। নির্বাচনে জনগণ যাতে অবাধে ভোট দিতে পারে তার জন্য সংস্কার দরকার। আমরা শর্ত দিয়েছি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কার দরকার অবিলম্বে তা করতে হবে, তা করতে বিলম্ব হলে আমরা আমাদের কণ্ঠস্বরকে কঠিন করব, বিলম্বকে আমরা বরদাশত করব না।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে প্রশ্ন করে তিনি জানতে চান, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কার দরকার তা করতে এত দেরি হচ্ছে কেন? সংস্কার কমিশনগুলো প্রতিবেদন জমা দিয়েছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্যের বৈঠক করেছেন, আর কী কাজ বাকি থাকতে পারে? একমাত্র সংস্কারের প্রজ্ঞাপন ছাড়া আর তো কোনো কাজ বাকি থাকে না।
তিনি বলেন, যারা অপ্রয়োজনে নির্বাচনের সময় ক্ষেপণ করতে চায়, তারা জনগণকে রাষ্ট্রের মালিকানা থেকে দূরে রাখতে চায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই অপরাধে শেখ হাসিনাকে সকলকে সঙ্গে নিয়ে ক্ষমতা থেকে উৎখাত করেছে। ভবিষ্যতেও কেউ যদি জনগণকে বাদ দিয়ে রাষ্ট্র দখল করতে চায়, আমরা তাদের ব্যাপারেও তীব্র পর্যবেক্ষণ বহাল রেখেছি।
তিনি আরও বলেন, আমরা তারেক রহমানের নেতৃত্বে এমন রাষ্ট্র গঠন করব যেখানে নিশিরাতের ভোট হবে না, ভোটের আগে শতকরা ৫৫ ভাগ আসনে কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে পারবে না। জাতি আজ একটি প্রশ্নে ঐক্যবদ্ধ, সেটা হলো ফ্যাসিবাদকে আর ফেরত আসতে দেওয়া হবে না এবং গণহত্যার দায়ে শেখ হাসিনাসহ জড়িতদের বিচার করতে হবে।
উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি বলেন, ভোলার ছেলে ছাত্রদলের নূরে আলম, স্বেচ্ছাসেবক দলের আব্দুর রহিম ও মো. হাসানসহ শহীদদের রক্তের বিনিময়ে আপনারা যে অধিকার পেয়েছেন সেই অধিকার আপনারা স্পর্শ করতে পারবেন যেদিন আপনাদের হাতে ব্যালট পেপার আসবে। তাই অনতিবিলম্বে নির্বাচনের দাবি তুলেছে বিএনপিসহ সকল গণতান্ত্রিক শক্তি। আপনারা আমাদের পরবর্তী ডাকে সাড়া দেবেন।
সমাবেশে ভোলা জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাফিজ ইব্রাহিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. হায়দার আলী লেলিন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা জেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, ভোলা জেলা বিএনপির সদস্যসচিব রাইসুল আলমসহ ভোলার বিভিন্ন উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবরা।
মো. খাইরুল ইসলাম/এমজেইউ