লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধীদের নতুন কমিটির পক্ষে-বিপক্ষে মিছিল

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পক্ষে-বিপক্ষে পাল্টাপাল্টি মিছিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে কমিটিকে স্বাগত জানিয়ে একাংশ ও সন্ধ্যায় বিপক্ষে অপর অংশ মিছিল করেছে। তবে পদত্যাগকারীদের বিষয়ে কমিটির আহ্বায়ক কিংবা মুখ্যসংগঠক কোনো বক্তব্য দেয়নি।
জানা গেছে, ১৬ ফেব্রুয়ারি রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলা কমিটি গঠন করা হয়। ২৩৭ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল। তবে পরদিন সোমবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে ২৮ জন পদত্যাগের ঘোষণা দিয়ে আহ্বায়ক কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে। একই সঙ্গে মূল পদে জেলার বাইরের কাউকে না রেখে নতুন কমিটি ঘোষণার জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন পদত্যাগকারীরা।
বিকেলে শুভেচ্ছা মিছিলে উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির আহ্বায়ক আরমান হোসাইন, মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদ, যুগ্ম আহ্বায়ক রেদওয়ান হোসাইন রিমন, আলমগীর হোসেন, যুগ্ম সদস্য সচিব নাজিমুদ্দিন জাদরান, জান্নাতুন নাইমা, নাগরিক কমিটির সদস্য আব্দুল হামিদ খান, রায়পুর উপজেলা প্রতিনিধি আব্দুল মোতালেব, ওসমান গণি, রামগঞ্জ প্রতিনিধি ইসমাইল রাফি, রামগতি প্রতিনিধি আদনান মাহমুদ ও কমলনগর প্রতিনিধি আকরাম হোসেন জিসান প্রমুখ। মিছিল শেষে ফুলের মালা দিয়ে আহ্বায়ক আরমান ও মুখ্য সংগঠক মুরাদকে শুভেচ্ছা জানানো হয়।
তবে এ মিছিলে কমিটির সদস্য সচিব শাহেদুর রহমান রাফি ও মুখপাত্র বায়েজীদ হোসেনকে দেখা যায়নি। তারা পারিবারিক কারণে উপস্থিত হতে পারেননি বলে জানিয়েছেন আহ্বায়ক। এর আগে ১৩ ফেব্রুয়ারি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আরমানদের সঙ্গে অংশ না নিয়ে রাফি ও বায়েজীদ পৃথক বিক্ষোভ মিছিলে অংশ নেন।
আরও পড়ুন
আহ্বায়ক আরমান হোসাইন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি হচ্ছে শহীদ পরিবারের কমিটি। লক্ষ্মীপুরের ৩৬০ জন আহত ভাইয়ের সুচিকিৎসা দিয়ে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য এ কমিটি। লক্ষ্মীপুরের মানুষ যেন রাতে শান্তিতে ঘুমাতে পারে, এটা সেই কমিটি। প্রশাসনের ভেতরে থাকা দুর্নীতিবাজদের উৎখাতের জন্য এ কমিটি।
অন্যদিকে নবগঠিত আহ্বায়ক কমিটিকে প্রত্যাখ্যান করে সন্ধ্যা পৌনে ৭টার দিকে জেলা শহরে বিক্ষোভ মিছিল করা হয়। এ সময় আবদুর রহিম আসাদ, তৌহিদুল ইসলাম, মেহেদী হাসান নিরব ও মেহেদী হাসান হাসিবসহ পদত্যাগকারীরা এতে অংশ নেয়। তাদের দাবি, কমিটির আহ্বায়ক আরমান নোয়াখালীর বাসিন্দা। তাকে প্রধান পদ থেকে সরিয়ে দ্রুত নতুন কমিটি ঘোষণা করতে হবে। কোনো বহিরাগতকে প্রধান পদে রাখা যাবে না।
হাসান মাহমুদ শাকিল/এনএফ