সাতক্ষীরা বিআরটিএ দপ্তরে ঘুষ নেওয়ার সময় দালাল আটক

সাতক্ষীরা বিআরটিএ অফিসে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি টিম অভিযান চালিয়ে আবুল হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে এ অভিযান পরিচালিত হয়।
পরীক্ষা ও প্রশিক্ষণ ছাড়াই মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্সসহ অন্যান্য কাগজপত্র তৈরি করে দেওয়ার জন্য এক ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েন কলারোয়া উপজেলার খোরদো গ্রামের আবুল হোসেন।
অভিযানের নেতৃত্ব দেওয়া দুদক খুলনার সহকারী পরিচালক মাহাবুর রহমান (শুভ্র) জানান, বিআরটিএ অফিসে দালালদের উৎপাত বেড়েছে, এমন অভিযোগের ভিত্তিতে তারা অনুসন্ধান শুরু করেন। ঘটনার সত্যতা পাওয়ার পর দুদকের একটি দল অভিযান চালায়। এ সময় আবুল হোসেনকে ঘুষ নেওয়ার সময় আটক করা হয়।
এছাড়া, বিকাশ অ্যাকাউন্ট পরীক্ষা করে বিআরটিএ অফিসের সহকারী সাইফুল ইসলামের বিরুদ্ধেও অতিরিক্ত অর্থ লেনদেনের প্রমাণ পাওয়া যায়। পরে তাকে আটক করে বিআরটিএ’র সহকারী পরিচালকের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে একটি প্রতিবেদন দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশনার ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান দুদক কর্মকর্তা।
সাতক্ষীরা বিআরটিএ’র সহকারী পরিচালক মাহাবুব কবির বলেন, “আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
বিআরটিএ অফিসে অনিয়ম রোধে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ইব্রাহিম খলিল/এসএমডব্লিউ