মধ্যরাতে বিদ্যুৎ উপকেন্দ্রে চোরের হামলা, লাইনক্রুর চিৎকারে রক্ষা

নোয়াখালীর সেনবাগে মধ্যরাতে উপকেন্দ্রে চুরির চেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার (১ মার্চ) মধ্যেরাতে সেনবাগ-২ কানকিরহাট উপকেন্দ্রে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন সেনবাগ জোনাল অফিস।
শনিবার (১ মার্চ) মধ্যেরাতে একদল চোর কানকিরহাট উপকেন্দ্রের দক্ষিণ পাশের কাটা তারের বেড়া কেটে প্রবেশ করে। এসময় ডিউটিরত লাইন ক্রু মো. মাকছুদুর রহমানকে জিম্মি করে উপকেন্দ্রে থাকা জরুরি প্রয়োজনে ব্যবহারযোগ্য ২টি বিতরণ ট্রান্সফরমারের (একটি ২৫ কেভিএ ও একটি ১০ কেভিএ) ঢাকনা খুলে কোর কয়েল বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে লাইনক্রু চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে চোর দল ট্রান্সফরমারের কোর কয়েল রেখে পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে, সংঘবদ্ধ চোর চক্র মূল্যবান কয়েল কেটে নেওয়ার চেষ্টা করে। কিন্তু তার চুরি করা সম্ভব হয়নি।
লাইন ক্রু মো. মাকছুদুর রহমান ঢাকা পোস্টকে বলেন, কোনো রকম প্রাণ ফিরে পেয়েছি। যদি সাধারণ মানুষের আসতে একটু দেরি হতো তাহলে আমাকে মেরেই ফেলতো। মূলত তারা এসেছে ট্রান্সফরমার গাড়িতে তুলে নিয়ে যাওয়ার জন্য। সেটা না পেরে কোর কয়েল চুরির চেষ্টা করে। আমি চিৎকার দেওয়ায় স্থানীয় মানুষজন চলে আসায় চোর চক্র পালিয়ে যায়।
আরও পড়ুন
সেনবাগ জোনাল অফিসের ডিজিএম মো. মিনারুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ঊর্ধ্বতন কর্তপক্ষের সঙ্গে আলাপ করে আমরা অভিযোগ দায়ের করেছি। এ বিষয়ে পুলিশ প্রশাসন প্রয়োজনীয় উদ্যোগ নিলে আমরা খুশি হতাম।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মিজানুর রহমান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন, জানার সঙ্গে সঙ্গে আমাদের টহল পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এছাড়া সেনবাগ জোনাল অফিস একটি অভিযোগ দায়ের করেছে। আমরা বিষয়টি তদন্তকরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।
হাসিব আল আমিন/আরকে