চব্বিশের আন্দোলন ব্যর্থ হলে পুরো প্রজন্ম ব্যর্থ হবে : সাদিক কায়েম

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৫ শতাধিক সাধারণ শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন বিতরণ করেছে ইসলামী ছাত্রশিবির। ছাত্রশিবিরের পাবনা শহর শাখার উদ্যোগে বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের সরকারি টিচার্স ট্রেনিং কলেজ মাঠে এসব কোরআন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আবু সাদিক কায়েম প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে কোরআন তুলে দেন।
এ সময় সাদিক কায়েম বলেন, জুলাই-আগস্ট আন্দোলন নিয়ে এখন নানা ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু আমরা এই ষড়যন্ত্র সফল হতে দেব না। চব্বিশের আন্দোলন ব্যর্থ হলে পুরো প্রজন্ম ব্যর্থ হবে। আমরা অমাদের যে কোনো ছোটখাটো স্বার্থ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে দেশের স্বার্থে একসঙ্গে কাজ করবো ইনশাআল্লাহ।
পাবনা শহর ছাত্রশিবিরের সভাপতি ফিরোজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ.ছ.ম তরীকুল ইসলাম, পাবনা শহর ছাত্রশিবিরের সেক্রেটারি গোলাম রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আশরাফুল ইসলাম হেলাল প্রমুখ।
রাকিব হাসনাত/আরএআর