পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন

সাভারের আমিন বাজারে পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) সকালে আগুন নিয়ন্ত্রণে আসলে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুবকর সরকার সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় এ তথ্য জানান।
এ সময় নির্বাহী কর্মকর্তা আরও বলেন, আমিন বাজারে পাওয়ার গ্রিডে লাগা আগুন ফায়ার সার্ভিস সম্পূর্ণ নিয়ন্ত্রণে এনেছেন। তবে এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই তদন্ত কমিটির তদন্তের মাধ্যমে কীভাবে আগুনের সূত্রপাত ঘটেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তা জানা যাবে বলে জানান নির্বাহী ওই কর্মকর্তা।
আরও পড়ুন
এর আগে, সকাল ৭টা ১৫ মিনিটে আমিন বাজার পাওয়ার গ্রিডে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তাৎক্ষণিভাবে ৭টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর একে একে যুক্ত হয় আরও ৮ ইউনিট। মোট ৯ ইউনিট প্রায় ৩ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
লোটন আচার্য্য/এএমকে