সিলেটে মৌসুমের প্রথম শিলাবৃষ্টি

সিলেট জেলার বিভিন্ন উপজেলায় তীব্র বেগে ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে। সেইসঙ্গে বেশ কয়েক জায়গায় বজ্রপাতের ঘটনাও ঘটেছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে কালবৈশাখি ঝড় ও শিলাবৃষ্টি শুরু হয়। যার স্থায়িত্ব ছিল প্রায় ১০ মিনিট।
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাসিন্দা জাকির হোসেন ঢাকা পোস্টকে জানান, সন্ধ্যার পর থেকে গোলাপগঞ্জ এলাকায় শীতল হাওয়া বইছিল। রাত ৮টার পর থেকে তীব্র গতিতে ঝড়ো হাওয়া বয়, পরে বজ্রবৃষ্টি হয়। এ সময় শিলাবৃষ্টি হয়।
সিলেট সদর উপজেলার বাসিন্দা আসলাম উদ্দিন বলেন, আমি সন্ধ্যার পর সিলেট শহর থেকে সদর উপজেলায় যাচ্ছিলাম। পথিমধ্যে ব্যাপক ঝড় ও শিলাবৃষ্টির কবলে পড়েছি। এটি এই মৌসুমে প্রথম শিলাবৃষ্টি।
সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সজীব হোসাইন ঢাকা পোস্টকে জানান, সিলেটের বিভিন্ন জায়গায় শিলাবৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে। আগামী ৭২ ঘণ্টায় সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সিলেটে আজ সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত বৃষ্টির পরিমাণ রেকর্ড করা হয়েছে ৫.৪ মিলিমিটার।
মাসুদ আহমদ রনি/এএমকে