অটোরিকশা ছিনতাই করতেই চালককে হত্যা

ময়মনসিংহে রুক্কু মিয়া (৪০) নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধারের এক দিনের মধ্যেই হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। একইসঙ্গে এ ঘটনায় জড়িত দুইজনকে নগরীর সেনবাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতাররা হলেন- নগরীর গোয়াইলকান্দি এলাকার রাজু মিয়ার ছেলে বাদশাহ মিয়া (৩২) ও আকুয়া চুকাইতলা এলাকার আইনুল ইসলামের ছেলে মো. আসিফ ওরফে বাবু (২৫)।
সোমবার (৩১ মে) রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ফারুক হোসেন।
ঢাকা পোস্টকে ফারুক হোসেন বলেন, রোবরার দুপুরের পর মরদেহ উদ্ধার করার কয়েক ঘণ্টার মধ্যে তার পরিচয় শনাক্ত করা গেলেও এ হত্যা নিয়ে কোনো ক্লু বা আলামত ছিল না। তবে কোতোয়ালি পুলিশ টিমের ক্লান্তিহীন তদন্ত ও নিরবচ্ছিন্ন অভিযানে ২৪ ঘণ্টার মধ্যেই হত্যায় জড়িত দুইজনকেই সোমবার সন্ধ্যায় গ্রেফতার করা সম্ভব হয়েছে। এ সময় তাদের কাছ থেকে অটোরিকশার চারটি ব্যাটারি উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, অটোরিকশা ছিনতাই করতেই চালককে তারা হত্যা করেন। পরে নগরীর বাড়েরা নিজামনগর এলাকার রাস্তায় পাশে লাশটি লুকিয়ে রাখেন তারা। মামলা দায়েরের পর মঙ্গলবার (১ জুন) গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হবে।
এর আগে গত ২৩ মে অটোরিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ হন চালক রুক্কু মিয়া। পরে রোববার (৩০ মে) নগরীর বাড়েরা নিজামনগর এলাকার রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। চালক রুক্কু মিয়া নেত্রকোনা সদর উপজেলার পূর্বধলা রাজিবপুর গ্রামের লাল চাঁন মিয়ার ছেলে। তিনি গত ১০ বছর ময়মনসিংহ নগরীর বলাশপুর এলাকায় থেকে অটোরিকশা চালাতেন।
উবায়দুল হক/এসপি