ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে ১১ জন আহত

ফরিদপুরে সদরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় চারজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার চাঁদপুর ইউনিয়নের চর চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতরা হলেন- শহিদ বরকন্দাজের ছেলে রবিউল বরকন্দাজ (২২), মৃত শামসু বরকন্দাজের ছেলে জাকির বরকন্দাজ (২৮), দুদু মিয়াজীর ছেলে শাহ আলম মিয়াজী (৩৪) ও নজরুল বেপারীর ছেলে আবুল বাশার বেপারী (১৬)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার (২ এপ্রিল) বিকেলে চাঁদপুর বাজার সংলগ্ন মাঠে ঈদ উপলক্ষ্যে ক্রিকেট খেলার আয়োজন করে স্থানীয়রা। চাঁদপুর গ্রামবাসী দুইটি দলে বিভক্ত হয়ে খেলায় অংশ নেয়। খেলা চলাকালীন সময়ে একটি বল উড়ে গিয়ে সীমানা ঘেঁষে পড়ে। বলটি চার হবে না ছক্কা হবে এ নিয়ে দ্বন্দ্বের সূত্রপাত হয়। এ দ্বন্দ্বে নজরুল বেপারীর ছেলে বাদশার সঙ্গে আকিদুল শেখের ছেলে নাজমুলের বাগবিতণ্ডা হয়। এ পর্যায়ে ওই দুইজন হাতাহাতিতে লিপ্ত হয়। ওই সময় স্থানীয়রা দুইজনকে শান্ত করে বিষয়টি মীমাংসা করে দেয়।
এরই জের ধরে এদিন বিকেলে বাদশা ও নাজমুলের পরিবারের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের ১১ জন আহত হন। গুরুতর আহত চারজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষের ঘটনাস্থল পরিদর্শনকারী কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ আহাদুজ্জামান বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষে গুরুতর আহত ৪ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বুধবার রাত সাড়ে ৯টা পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জহির হোসেন/আরকে