আবু সাঈদের ‘সুপ্রিম সেক্রিফাইস’ জাতি আজীবন স্মরণ করবে

শহীদ আবু সাঈদের ‘সুপ্রিম সেক্রিফাইস’ বাঙালি জাতি শ্রদ্ধার সঙ্গে সারাজীবন স্মরণ করবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
তিনি বলেন, ষাটের দশকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ড. শামসুজ্জোহা যেমন স্বাধীনতার প্রতীক হয়ে দাঁড়িয়েছিলেন, ঠিক তেমনি বহু বছর পরে সেটারই পুনরাবৃত্তি ঘটেছে জুলাই-২৪ এ আবু সাঈদের সুপ্রিম সেক্রিফাইসের মাধ্যমে। যে কারণে আবু সাঈদকে আজীবন শ্রদ্ধার সঙ্গে বাঙালি জাতি স্মরণ করবে।
রোববার (৬ এপ্রিল) বিকেলে রংপুর নগরীর পার্ক মোড় সংলগ্ন আবু সাঈদ হত্যার ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, আবু সাঈদ হত্যার সবকটি মামলা যাতে সঠিক বিচারিক প্রক্রিয়ায় সমাধানে পৌঁছায়,সেদিকে সবাইকে সচেষ্ট হতে হবে।
এদিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ আবু সাঈদ হত্যার ঘটনাস্থল পরিদর্শনের সময় প্রধান বিচারপতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকদের সাথে কথা বলেন।
এর আগে শহীদ আবু সাঈদের গ্রামের বাড়ি পীরগঞ্জের বামনপুরে যান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। সেখানে তিনি শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করার পাশাপাশি তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে খোঁজখবর নেন।
এদিন সকালে রংপুরের জজ আদালতসহ বিভিন্ন আদালত ও অন্যান্য ট্রাইব্যুনাল পরিদর্শন করেছেন প্রধান বিচারপতি। এ সময় তিনি বিচারকদের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরে আদালত চত্বরে দুটি হাড়িভাঙা আমের চারা রোপণ করেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
প্রসঙ্গত, গত শুক্রবার (৪ এপ্রিল) পাঁচ দিনের সফরে রংপুরে আসেন প্রধান বিচারপতি। তিনি আগামী ৮ এপ্রিল রংপুর ত্যাগ করবেন বলে সরকারি সূচি অনুযায়ী জানা গেছে।
ফরহাদুজ্জামান ফারুক/এমএএস