খুলনায় নিয়োগ পেলেন মুন্সিগঞ্জের ডিসি

খুলনার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মনিরুজ্জামান তালুকদার। তিনি মুন্সিগঞ্জ জেলা প্রশাসক হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। সোমবার (৩১ মে) এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ডিসি মনিরুজ্জামান তালুকদার ২০১৯ সালের ২৩ জুন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। এরআগে তিনি দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যানের একান্ত সচিব, যশোরের বাঘারপাড়া উপজেলা ও বরিশালের মুলাদী উপজেলা নির্বাহী অফিসার, পিরোজপুর ও কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি ২১তম বিসিএস ক্যাডারে যোগদান করেন। ২০০৩ সালে ৩১ মে মেহেরপুরে সহকারি কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি।
তিনি কর্মক্ষেত্রের ন্যায় শিক্ষা ক্ষেত্রেও স্কুল জীবন থেকেই খুব মেধাবী ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও ইংল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
মো. মনিরুজ্জামান তালুকদার ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের তালতলা গ্রামের সম্ভ্রান্ত তালুকদার পরিবারের জন্মগ্রহণ করেন।
খুলনার নতুন জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, ক্যাবিনেট থেকে নির্দেশনা দেওয়ার পর খুলনায় যোগদান করব। আগামী সপ্তাহে যোগদানের সম্ভাবনা রয়েছে।
এদিকে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে বদলি করা হয়েছে বলে জানা গেছে।
মোহাম্মদ মিলন/এমএসআর