জনবান্ধব ও সাংবাদিকবান্ধব হয়ে কাজ করতে চান ময়মনসিংহের ডিসি-এসপি

ময়মনসিংহ জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সদ্য যোগদান করা জেলা প্রশাসক (ডিসি) মো. সাইফুর রহমান এবং পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান। টানা দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ সভায় উপস্থিত সাংবাদিকরা জেলা ও নগরীর নানা সমস্যা এবং সংকট নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
সোমবার (১ ডিসেম্বর) বেলা ১১টা থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুদ প্রধানের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় নবাগত ডিসি ও এসপি সাংবাদিকদের আশ্বস্ত করে ময়মনসিংহের উন্নয়নে যে কোনো পজিটিভ পরির্বতনে অংশীদার হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
এর আগে সভার শুরুতেই নিজেদের পরিচয় পর্বে জানা যায়, কাকতালীয়ভাবে নবাগত জেলা প্রশাসক (ডিসি) ম.: সাইফুর রহমান এবং পুলিশ সুপার (এসপি) ম.: মিজানুর রহমান দুইজনই কৃষিবিদ। এর মধ্যে ডিসি ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার সন্তান। এর আগে তিনি কৃষি মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন। অপরদিকে এসপি মিজানুর রহমান খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সাতক্ষীরা জেলার সন্তান। এর আগে তিনি টাঙ্গাইল জেলায় দায়িত্ব পালন করেছেন।
সাংবাদিকদের সহযোগিতা চেয়ে নবাগত এসপি মিজানুর রহমান বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমাকে এই জেলায় দায়িত্ব দেওয়া হয়েছে। আমি চেষ্টা করবো আইন-শৃঙ্খলা পরিস্থিতির দিক থেকে মানুষ যেন স্বস্তি পায়। যে কোনো নাগরিকের নিরাপদ চলাচল এবং বসবাসে আইনি সহায়তা নিশ্চিত করতে চাই। পেশাগত দায়িত্বে জনবান্ধব এবং সাংবাদিক বান্ধব হয়ে কাজ করতে চাই। বিশেষ করে নির্বাচনের পূর্বে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি শতভাগ নিরাপদ এবং নির্বিঘ্ন করতে চাই। কিন্তু এই কাজটি আমার একার পক্ষে সম্ভব নয়, এতে আপনাদের সহযোগিতা একান্ত অপরিহার্য।
জেলা প্রশাসক (ডিসি) মো. সাইফুর রহমান বলেন, ময়মনসিংহে নবীন-প্রবীণের সমন্বয়ে সাংবাদিকদের একটি চমৎকার টিম রয়েছে। এতে সবাই মিলে কাজ করার অফুরান সম্ভাবনা রয়েছে বলে আমি মনে করছি। পেশাদারিত্বে কোনো কম্প্রোমাইজ করবেন না, সততার পক্ষে অবিচল থাকতে হবে। মনে রাখতে হবে গণতন্ত্র সুসংহত রাখতে মিডিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে প্রশাসনের কাজে জবাবদিহিতা এবং জনগণের সক্রিয় অংশগ্রহণে অতীব গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আমরা আপনাদের (সাংবাদিক) ইতিবাচক দৃষ্টিভঙ্গি আশা করছি। এতে সারাদেশে ময়মনসিংহ জেলার ভাবমূর্তি আরও উজ্জল হবে। মোট কথা সবাই মিলে একসঙ্গে কাজ করে আমরা ময়মনসিংহের উন্নয়ন এবং অগ্রগতিতে ইতিবাচক পরিবর্তন আনতে চাই।
সভায় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আশরাফুল করিম, জেলার তথ্য পরিচালক মীর আকরাম উদ্দীন আহাম্মদ, সাংবাদিক নেতা মো. মোশারফ হোসেন, আইয়ুব আলীসহ প্রায় অর্থ শতাধিক সংবাদকর্মী।
আমান উল্লাহ আকন্দ/আরএআর