বাড়ির দরজায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

বগুড়ার শেরপুরে সিমেন্ট ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৫ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার ছোনকায় বাড়ির দরজায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত সিমেন্ট ব্যবসায়ী ফরিদুল ইসলাম (৩৮) শেরপুরের ছোনকা এলাকার ইতালী গ্রামের কোরবান আলীর ছেলে।
শেরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ফরিদুল ইসলাম প্রতিদিনের মতো ব্যবসায়িক কাজ শেষে বাড়ি ফেরেন। ফরিদুল ইসলাম বাড়ির দরজায় পৌঁছালে দুর্বৃত্তরা ধারাল অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে চলে যায়।
শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান বলেন, কয়েকজন দুর্বৃত্ত এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এমএসআর