সিরাজগঞ্জে পলিটেকনিক শিক্ষার্থীদের মশাল মিছিল

কুমিল্লায় আন্দোলনরত পলিটেকনিক শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ও সেনাবাহিনীর লাঠিচার্জ এবং ফাঁকা গুলি বর্ষণের প্রতিবাদে মশাল মিছিল করেছে সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে নিজ ক্যাম্পাসে কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে এ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মিছিলে শিক্ষার্থীরা ‘শিক্ষার্থীদের রক্তে রাজপথ রঞ্জিত হলে সরকারকে দায় নিতে হবে’, ‘দমন নয়, দাবি মানো’ - ইত্যাদি স্লোগান দিতে থাকে।
এসময় তারা বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যায্য দাবিগুলো নিয়ে সারা দেশের পলিটেকনিক শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে। অথচ কুমিল্লায় তাদের ওপর অমানবিকভাবে হামলা চালানো হয়েছে, গুলি ছোড়া হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।
প্রসঙ্গত, ৩০ শতাংশ অবৈধ প্রমোশন বাতিলসহ ৬ দফা দাবিতে দেশের বিভিন্ন পলিটেকনিকে আন্দোলন চলছে।
নাজমুল হাসান/এমএ