মেয়াদোত্তীর্ণ ও অতিরিক্ত দামে পণ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

বরিশালে মেয়াদোত্তীর্ণ বিভিন্ন কোম্পানির রং মজুত ও অতিরিক্ত মূল্যে বিক্রির দায়ে তিনটি হার্ডওয়ার দোকানকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে নগরীর লাইন রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় নিউ কমান্ডার হার্ডওয়্যার দোকানের নিপ্পন পেইন্ট নামে রংয়ের মেয়াদ উত্তীর্ণ থাকার অপরাধে ১৫ হাজার, মেসার্স নাসির হার্ডওয়্যারকে অতিরিক্ত দাম ও মেয়াদ উত্তীর্ণ থাকার কারণে ২০ হাজার টাকা, একই অপরাধে জে অ্যান্ড জে টুলস সপ হার্ডওয়্যার দোকানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী বলেন, হার্ডওয়ার দোকানগুলোতে পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদ শেষের তারিখ না থাকা, অতিরিক্ত দামে বিক্রিসহ ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে তিনটি রংয়ের দোকানে অভিযান চালিয়ে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী, সহকারী পরিচালক জনাব ইন্দ্রানী দাস ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রাণী মিত্র।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি চৌকস টিম। অভিযান চলাকালে স্থানীয় নাগরিকদের মাঝে ভোক্তা-অধিকার আইন সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে বাজার তদারকিমূলকসহ এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক অপূর্ব অধিকারী
সৈয়দ মেহেদী হাসান/এআইএস