৫ লাখ চিংড়ির রেণুসহ ৫ কোটি টাকার অবৈধ জাল জব্দ

বরগুনার পাথরঘাটা উপজেলায় অভিযান চালিয়ে পাঁচ লাখ পিস চিংড়ির রেণু পোনাসহ ১৪ লাখ ৩০ হাজার মিটার অবৈধ মশারির জাল জব্দ করেছে কোস্টগার্ড। জব্দকৃত এসব অবৈধ জালের আনুমানিক বাজার মূল্য পাঁচ কোটি ১০ লাখ ৫০ হাজার টাকা।
সোমবার (২১ এপ্রিল) দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পাথরঘাটার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। তবে কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে কোস্টগার্ড।
কোস্টগার্ড বিসিজি স্টেশন সূত্রে জানা যায়, কিছুদিন ধরেই পাথরঘাটার বিভিন্ন এলাকার নদীতে অবৈধ জাল দিয়ে চিংড়ির রেণু পোনা আহরণের অভিযোগ পাওয়া যায়। এমন সংবাদের ভিত্তিতে অবৈধ জাল ও চিংড়ির রেণু আহরণ বন্ধ করতে উপজেলার বিশখালী নদীর পাথরঘাটা লঞ্চ ঘাট, কালমেঘা, ডাল ভাঙ্গা, নলি, রুপধন, বাইনচটকি ও বড়ইতলাসহ নদী-সংলগ্ন আরও কয়েকটি এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই সব এলাকা থেকে পাঁচ লাখ পিস চিংড়ির রেণু পোনা এবং ১৪ লাখ ৩০ হাজার মিটার অবৈধ মশারি জাল জব্দ করা হয়। জব্দকৃত এসব অবৈধ জালের বাজার মূল্য আনুমানিক ৫ কোটি ১০ লাখ ৫০ হাজার টাকা। তবে অভিযান শুরু করলে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে অবৈধ জাল ব্যবহারকারী ও চিংড়ির রেণু পোনা আহরণকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
আরও পড়ুন
এ বিষয়ে পাথরঘাটা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাসিবুল হক ঢাকা পোস্টকে বলেন, পাথরঘাটার বিভিন্ন নদী এলাকায় একটি অভিযান পরিচালনা করেছে কোস্টগার্ডের সদস্যরা। জব্দকৃত চিংড়ির রেণু পোনা কোস্টগার্ড অফিস-সংলগ্ন বিষখালী নদীতে অবমুক্ত করা হয়। এ ছাড়া অনুমতিক্রমে জব্দকৃত অবৈধ জাল পুড়িয়ে বিনষ্ট করেছে কোস্টগার্ডের সদস্যরা।
মো. আব্দুল আলীম/এএমকে