টেকনাফে যৌথবাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১

কক্সবাজারের টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় রফিক নামে এক ডাকাত সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।
সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় ৭টার দিকে টেকনাফের হোয়াইক্যং পশ্চিম মহেশখালীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ রফিক উপজেলা হোয়াইক্যং পশ্চিম মহেশখালীপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে। তিনি টেকনাফ পাহাড় কেন্দ্রিক ডাকাতি ও অপহরণকারী চক্রের প্রধান বলে জানিয়েছে পুলিশ।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আটক মোহাম্মদ রফিক একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ডাকাতদলের প্রধান। তার নেতৃত্বে টেকনাফের পাহাড়ি এলাকায় সক্রিয় একটি সন্ত্রাসী বাহিনী রয়েছে। বাহিনীটির সদস্যরা মাদকপাচার, অপহরণ ও ডাকাতিসহ নানা অভিযোগ রয়েছে। আটক রফিকের বিরুদ্ধে এসব অভিযোগে দেড় ডজনের বেশি মামলা রয়েছে।
ওসি আরও বলেন, ডাকাত রফিক ও তার গ্রুপের সদস্যরা অবস্থান করার খবর পেয়ে যৌথবাহিনী গহিন পাহাড়ে অভিযান পরিচালনা করে। এ সময় যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলিবর্ষণ করে। আত্মরক্ষার্থে যৌথ বাহিনীও গুলি চালায়। এ সময় ৮-১০ জন গুলি করতে করতে পাহাড়ে ভেতরে পালিয়ে গেলেও ডাকাত দলের প্রধান গুলিবিদ্ধ হয়ে আটক হন। তাকে আটক করে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
সাইদুল ইসলাম ফরহাদ/এমএন