মরা গরুর মাংস মজুদের দায়ে ব্যবসায়ীর সাত দিনের কারাদণ্ড

কুমিল্লায় লালমাইয়ে মৃত গরু জবাই করে মাংস আলাদা মজুদের সময় আবুল কালাম (৪৫) নামের এক ব্যবসায়ীকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে লালমাই উপজেলার ভুলইন দক্ষিণ ইউনিয়নের ভূশ্চি বাজার করিম মজুমদার মার্কেটে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা।
অভিযুক্ত আবুল কালাম উপজেলার আমুয়া গ্রামের বাসিন্দা ও ভূশ্চি বাজারের মাংস ব্যবসা করেন। তাকে দণ্ড প্রদানের সংবাদ নিশ্চিত করেছেন হিমাদ্রী খীসা।
স্থানীয়রা জানান, সোমবার (২১ এপ্রিল) রাতে লালমাই উপজেলার আমুয়া গ্রামের ক্ষীরা নদীর পাড়ে জবাইখানায় মৃত গরুর মাংস মজুদ করছিলেন মাংস বিক্রেতা আবুল কালাম। এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
পরের দিন মঙ্গলবার (২২ এপ্রিল) বিষয়টি নজরে আসে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রী খীসার। পরে খোঁজ নিয়ে ভুলইন দক্ষিণ ইউনিয়নের ভুশ্চি বাজার করিম মজুমদার মার্কেটে অভিযান পরিচালনা করে মৃত গরুর মাংস উদ্ধার করেন। অভিযানে ব্যবসায়ী আবুল কালামকে সাত দিনের কারাদণ্ড প্রদান করেন। এসময় উদ্ধারকৃত প্রায় ৮০ কেজি মাংস মাটিতে পুঁতে ফেলা হয়।
ইউএনও হিমাদ্রি খীসা বলেন, গরুটি রোগাক্রান্ত এবং মাংসে অনেক দুর্গন্ধ ছিল। গরুর বিস্তারিত জানার জন্য ল্যাবে পাঠানো হলে নিশ্চিত হওয়া গেছে মরা গরুর মাংস ছিল এগুলো। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
আরিফ আজগর/এসএমডব্লিউ