ফেনীতে ফসলি জমির মাটি কাটার অপরাধে ৮ জনের কারাদণ্ড

ফেনীর ছাগলনাইয়ায় ফসলি জমির মাটি অবৈধভাবে কাটার অভিযোগে ৮ জনকে আটক করে তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে জব্দ করা হয়েছে একটি স্কেভেটর ও ছয়টি পিকআপ ভ্যান।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার দক্ষিণ সতর এলাকায় এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাশ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফসলি জমির মাটি কাটায় জড়িত ৮ জনকে আটক করা হয়। পরে তাদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি স্কেভেটর অকেজো করে ফেলা হয় এবং ছয়টি পিকআপ জব্দ করা হয়।
আরও পড়ুন
অভিযানে সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা সহায়তা করেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাশ বলেন, জব্দ করা পিকআপগুলো হেফাজতে রাখা হয়েছে। ফসলি জমির মাটিকাটা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তারেক চৌধুরী/এমএসএ