‘মা-বাবা আমার শ্বশুরবাড়ির লোকজনকে হয়রানি করছে’

লক্ষ্মীপুরের কমলনগরে মেহেরিন নাহার তানিশা নামে এক তরুণীকে অপহরণের অভিযোগে মামলা করেছে পরিবার। তবে তানিশা সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের জানিয়েছেন, তাকে কেউ অপহরণ করেনি। তিনি নিজের ইচ্ছায় বাড়ি থেকে বের হয়ে তার পূর্বপরিচিত নিজাম উদ্দিন শুভকে ঢাকায় গিয়ে আদালতে বিয়ে (কোর্ট ম্যারেজ) করেন। তার পরিবারকে মামলা তুলে নিতে অনুরোধ করেছেন তিনি।
সোমবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের একটি চাইনিজ রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে তানিশা এসব কথা জানান। এ সময় তার স্বামী ব্যবসায়ী নিজাম উদ্দিন শুভ উপস্থিত ছিলেন।
তানিশা কমলনগর উপজেলার তোরাবগঞ্জ গ্রামের তাহের আহমেদের মেয়ে ও শুভ একই উপজেলার উত্তর চরলরেঞ্চ গ্রামের হাবিব উল্যার ছেলে।
তানিশা বলেন, ৪ ডিসেম্বর রাতে আমি নিজ ইচ্ছায় বাসা থেকে বের হয়ে শুভর সঙ্গে চলে যাই। ঢাকায় গিয়ে আমরা বিয়ে করি। এখন আমার মা-বাবা তাদের নামে মিথ্যা অপহরণ মামলা দিয়েছে। উনারা আমার শ্বশুরবাড়ির লোকজনকে হয়রানি করছে। আমি চাই না মামলাটি সামনের দিকে যাক। আমি নিজ ইচ্ছেই গেছি, ওদের কোনো দোষ ছিল না। মা-বাবার কাছে আমার দাবি- তারা যেন আমাদের বিয়ে মেনে নেয়, কাউকে যেন কোনো হয়রানি না করে।
নিজাম উদ্দিন শুভ বলেন, তানিশার সঙ্গে আমার এক বছরের সম্পর্ক ছিল। তাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয় পরিবার। এতে সে নিজেই বাড়ি থেকে বের হয়ে আমাকে কল দেয়। আমরা বিয়ে করেছি। এখন তার পরিবার আমিসহ আমার পরিবারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। মামলা প্রত্যাহারসহ আমরা চাই, দুই পরিবার আমাদেরকে মেনে নেবে।
এ ব্যাপারে মামলার বাদী মরিয়ম বেগমের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে তিনি মামলায় উল্লেখ করেন, শুভসহ অভিযুক্তরা সিএনজিযোগে তানিশাকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যান।
কমলনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম বলেন, তানিশাকে থানায় আসার পরামর্শ দিচ্ছি। তিনি যদি আমাদের মাধ্যমে আদালতে উপস্থিত হয়ে তার মতামত জানান, তাহলে বিষয়টি ভালো হবে।
প্রসঙ্গত, মেহেরিন নাহার তানিশাকে অপহরণ করা হয়েছে অভিযোগ করে তার মা মরিয়ম বেগম বাদী হয়ে গত ৪ ডিসেম্বর কমলনগর থানায় মামলা করেন। এতে তানিশার স্বামী শুভসহ তিনজনের নাম উল্লেখ ও অজ্ঞাত তিনজনকে অভিযুক্ত করা হয়।
হাসান মাহমুদ শাকিল/আরএআর