‘প্রশাসন স্বজনপ্রীতি দেখালে আমাদের বাহিনী রাস্তায় নেমে যাবে’

দাওয়াতে ঈমানী বাংলাদেশের চেয়ারম্যান মুফতি গিয়াসউদ্দিন তাহেরী বলেছেন, বাংলাদেশে প্রতিবাদের জোয়ার বেড়ে গেছে। প্রশাসন যত স্বজনপ্রীতি দেখাবে, কাহিনি করবে, আমাদের বাহিনী একের পর এক রাস্তায় নেমে যাবে। এটা পরিষ্কার সুন্নিরা বানের জলে ভেসে আসা কচুরি পানা নয়।
তিনি বলেন, রইস উদ্দিন শুধু আমাদের সুন্নিদের সম্পদ না। তিনি সব ইমামদের ও বাংলাদেশের প্রেরণা। যে ব্যক্তি ষড়যন্ত্রের শিকার হয়েছেন, তার পক্ষে শুধু আমরা কথা বলছি না। সব আলেম-ওলামারা অনলাইন-অফলাইনে ও রাজপথে প্রতিবাদ করছেন। এত বড় প্রতিবাদের মুখে প্রশাসন তার মামলাটা নিচ্ছে না। এর পেছনে কিছু দুরভিসন্ধি রয়েছে, আমরা ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে তার রহস্যর উদঘাটন করতে চাই।
গাজীপুরের পূবাইলে মসজিদের ইমাম মাওলানা রইস উদ্দিনকে মব ভায়োলেন্স সৃষ্টি করে নির্যাতনের অভিযোগে ও পরে কারা হেফাজতে মৃত্যুর ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বুধবার (৩০ এপ্রিল) বিকেলে আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের উদ্যোগে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনের ভাওয়াল রাজবাড়ি সড়কে এক বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি চলাকালে সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
এ সময় আরও বক্তব্য দেন আহলে সুন্নাত ওয়াল জামা’আতের মহাসচিব আ ন ম মাসউদ হোসাইন আল কাদরী, সংগঠনের গাজীপুর জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল আউয়াল আল কাদরী ও সাধারণ সম্পাদক সৈয়দ ফারহান হোসেন রিজভী, মহানগর শাখার সভাপতি মুফতি সিদ্দিকুর রহমান আল কাদেরী, জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক হাফেজ নাজমুল জিহাদি ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মাওলানা শাহ আহমদ রেযা প্রমুখ।
আরও পড়ুন
বক্তারা বলেন, গত রোববার সকালে মব ভায়োলেন্সের মাধ্যমে স্থানীয় একটি মহল পূবাইলের হায়দরাবাদ আখলাদুল জামে মসজিদের ইমাম রইস উদ্দিনকে গাছের সঙ্গে বেঁধে অমানবিক নির্যাতন করে পুলিশের কাছে সোপর্দ করে। পরে পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠায়। ওই দিন রাতেই তার মৃত্যু হয়। এ হত্যার ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে পূবাইল থানায় অভিযোগ দিয়েছেন। কিন্তু বুধবার বিকেল পর্যন্ত অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়নি। এমনকি ঘটনার সঙ্গে জড়িতরা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও তাদের গ্রেপ্তার করা হয়নি। প্রত্যেকটা হত্যাকাণ্ড নিতান্তই নির্মম। এ প্রত্যেকটা হত্যাকাণ্ডের পেছনে অনেক রহস্য থাকে, কিন্তু আমাদের এ হত্যাকাণ্ডের পেছনে একটাই রহস্য দেখতে পেয়েছি, শুধু মতাদর্শের ভিন্নতা। এই মতাদর্শের ভিন্নতার জের ধরেই কিন্তু আমার ভাইকে অমানবিকভাবে নিষ্ঠুরভাবে হত্যা করেছে।
তারা আরও বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। মানববন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল নিয়ে গাজীপুর প্রেসক্লাবের সামনে এসে কর্মসূচি শেষ করেন। এর আগে, সকালে টঙ্গী প্রেসক্লাবের সামনে একই দাবিতে ওই সংগঠনের উদ্যোগে অপর একটি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
গাজীপুর মেট্টোপলিটন পুলিশের পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমিরুল ইসলাম বলেন, রইস উদ্দিনের মৃত্যুর ঘটনায় তার স্ত্রী সাজেদা আক্তার থানায় একটি অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
শিহাব খান/এএমকে