ড্রাইভিং লাইসেন্স করতে দালালচক্র হাতিয়ে নেয় ১২ হাজার টাকা

ছদ্মবেশে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ে অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (৭ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচে অবস্থিত বিআরটিএ অফিসের পাশের কম্পিউটার দোকান থেকে তাদেকে আটক করা হয়।
রাজশাহী দুদকের সহকারী পরিচালক আমির হোসাইন বলেন, আজকে বিআরটিএ অফিসে গোপনে অভিযান চালিয়ে তিনজন দালালকে হাতেনাতে ধরতে সক্ষম হয়েছি। তারা একটি লাইসেন্সের বিনিময়ে ১২ থেকে ১৪ হাজার টাকা নিয়ে থাকে এবং যারা ড্রাইভারের লাইসেন্স নিতে আসে তাদেরকে নানভাবে হয়রানি করে। এই টাকার একটি ভাগ বিআরটিএ কর্মকর্তাদের দেওয়া হয় বলে তারা আমাদেরকে জানিয়েছে। তবে এখন পর্যন্ত আমরা আইডেন্টিফাই (চিহ্নিত) করতে পারিনি তারা কাকে টাকা দেন। এছাড়া আমরা তিনজন দালালকে থানায় হস্তান্তর করব এবং প্রয়োজনীয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ বিআরটিএ কার্যালয়ের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. শাহজামান হক বলেন, আমার অফিসে কোনো দালাল থাকার বা তাদের কাজ করার সুযোগ নেই। যাদেরকে আটক করা হয়েছে তারা বিআরটিএ অফিসের পাশের কম্পিউটারের দোকানে কাজ করে এবং সেখান থেকেই তারা আটক হয়েছে। এছাড়া আমাদের অফিসের কেউ এই দালালচক্রের সঙ্গে জড়িত নয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, তিনজনকে থানায় সোর্পদ করেছে দুদকের একটি টিম। তাদের বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান আছে। পরে তাদের নাম জানানো হবে।
আশিক আলী/আরকে