হোটেল কর্মচারীর শরীরে ভাতের মাড় ঢেলে দিলেন বাবুর্চি

কুমিল্লার চান্দিনায় মো. সফিউল্লাহ (১৫) নামে হোটেল কর্মচারীর শরীরে ভাতের গরম মাড় ঢেলে দিয়েছেন ওই হোটেলের বাবুর্চি। এতে ওই কর্মচারীর শরীরের প্রায় ২০ শতাংশ পুড়ে গেছে। এ ঘটনায় হোটেল বাবুর্চি কাশেম মিয়াকে (৩৫) আটক করে পুলিশে দিয়েছেন হোটেল মালিক ও কর্মচারীরা।
রোববার (১১ মে) বিকেলে চান্দিনা উপজেলা সদরের পূর্ব বাজারের ‘রনি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’ নামে একটি হোটেলে এ ঘটনা ঘটে।
আহত হোটেল কর্মচারী সফিউল্লাহ কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভানী ইউনিয়নের খিরাইকান্দি গ্রামের অলিউল্লাহের ছেলে। হোটেল বাবুর্চি কাশেম মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছিরনগর উপজেলার নূরপুর গ্রামের কাদের মিয়ার ছেলে।
হোটেল মালিক সফিকুল ইসলাম বলেন, হোটেলের রান্না ঘরে ভাতের মাড় ফেলার সময় কর্মচারী সফিউল্লাহর সঙ্গে বাগবিতণ্ডার একপর্যায়ে ভাতের গরম মাড় ঢেলে দেন বাবুর্চি। চিৎকার শুনে পেছনে গিয়ে এ ঘটনা দেখি। তাৎক্ষণিকভাবে তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই। বাবুর্চিকে আটক করে থানায় ফোন করে পুলিশে দেই।
আহত সফিউল্লাহর বাবা কৃষক অলিউল্লাহ বলেন, আমার চার সন্তানের মধ্যে সফিউল্লাহ দ্বিতীয়। মাদরাসায় হেফজ বিভাগে পড়া অবস্থায় লেখাপড়ায় অমনোযোগী হওয়ায় তিন মাস আগে তাকে চান্দিনার রনি হোটেলে দেই।
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারজানা আক্তার জানান, আহতের শরীরের প্রায় ২০ শতাংশ পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চান্দিনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, ঘটনার পর পুলিশ পাঠিয়ে বাবুর্চিকে হেফাজতে আনা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।
আরিফ আজগর/আরএআর