সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণীর, গুরুতর আহত বাবা ও বোন

ফরিদপুরের মধুখালীতে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক তরুণী নিহত হয়েছেন। এতে তার বাবা ও বোন গুরুতর আহত হন।
মঙ্গলবার (১৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার বোয়ালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শুকলা বিশ্বাস (৩২) মাগুরার শ্রীপুর উপজেলার চাকদা লাঙ্গলবাদ গ্রামের বাসিন্দা। আহতরা হলেন- তার বাবা মনোহর বিশ্বাস (৮৫) ও বোন পারুল বিশ্বাস (৪৫)।
ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, অসুস্থ বাবাকে ডাক্তার দেখাতে মাইক্রোবাসে করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন শুকলা ও পারুল। পথে বোয়ালিয়ায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই শুকলা নিহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। আহতদের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. কবির সরদার বলেন, আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক।
এ বিষয়ে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, মাইক্রোবাসটি ভুল লেনে ওঠায় এই দুর্ঘটনা ঘটে। ট্রাকটি জব্দ করা হয়েছে, আইনগত প্রক্রিয়া চলছে।
জহির হোসেন/আরকে