ঈদযাত্রা : রাজশাহী রেলওয়ে স্টেশনে দুদকের অভিযান

ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে এনফোর্সমেন্ট অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় রাজশাহী রেলওয়ে স্টেশনের কর্মকর্তা-কর্মচারীদের ডেকে সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন দুদকের কর্মকর্তারা।
বুধবার (২৮ মে) দুপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল সহকারী পরিচালক আমির হোসেনের নেতৃত্বে চার সদস্যের একটি দল রাজশাহী রেলওয়ে স্টেশনে আসেন। এরপরে স্টেশন সুপারের কক্ষে টিকিট, যাত্রীসেবা, কুলির ভাড়ায় অনিয়ম এবং সেবা-সংক্রান্ত কর্মীদের কথা বলেন তারা।
ঈদুল অজহাকে ঘিরে সেবার মান ঠিক রেখে যে কোনো হয়রানি বন্ধে শতর্ক করে দুদুক।
অভিযানের বিষয়ে রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক শহিদুল আলম বলেন, সামনে ঈদে ট্রেনের টিকিট যেন কালোবাজারি, অনিয়ম-দুর্নীতি না ঘটে সে বিষয়ে আমাদের অবগত করে গেছেন দুদক কর্মকর্তারা। আমাদের কাউন্টার থেকে ঈদের আগাম কোনো টিকিট দেওয়া হবে না। সবই অনলাইনে।
আরও পড়ুন
তিনি বলেন, শতভাগ টিকিট অনলাইনে, তাই অনিয়মের সুযোগ নেই। গতবার ঈদের সময় আমরা যেভাবে সুনাম কুড়িয়েছি, সে বিষয়ে এবারও তৎপর থাকব। যাত্রীসেবার মানও ঠিক থাকবে।
অভিযানে আরও উপস্থিত ছিলেন, দুদক রাজশাহী জেলার উপসহকারী পরিচালক শারমিন আক্তার, মাহাবুবুর রহমান, তানভীর আহমেদ সিদ্দিক।
শাহিনুল আশিক/এএমকে