ঝড়ে ছিঁড়ে পড়া তারে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল গৃহবধূর

বরগুনার তালতলীতে ঝড়ো হাওয়ায় ছিঁড়ে পড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুক্তা আক্তার (১৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
শুক্রবার (৩০ মে) সন্ধ্যা ৬টার দিকে তালতলী উপজেলার ছোট বগী ইউনিয়নের ঠংপাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই নারী একই এলাকার মো. রাজিব সিকদারের স্ত্রী।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মুক্তা আক্তারের বাড়িতে পার্শ্ববর্তী আরেকটি বাড়ি থেকে বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছিল। নিম্নচাপের প্রভাবে ঝড়ো হাওয়ায় ওই সংযোগের তারটি ছিঁড়ে মাটিতে পড়ে যায়। এ সময় ঝড়ো হাওয়া এবং বৃষ্টির কারণে বিদ্যুৎ ছিল না। পরে মুক্তা আক্তার পড়ে থাকা ওই তার গোছাতে গেলে হঠাৎ বিদ্যুৎ চলে আসে। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল বলেন, প্রাথমিকভাবে জানা গেছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুক্তা আক্তারের মৃত্যু হয়েছে। তার হাতে জখমের চিহ্ন রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
মো. আব্দুল আলীম/এমএন