সোনারগাঁয়ে ৫ শহীদ পরিবারকে কোরবানির পশু উপহার দিলো এনসিপি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পাঁচ পরিবারের মধ্যে কোরবানির পশু উপহার দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শুক্রবার (৬ জুন) বিকেলে উপজেলার শহীদ পরিবারের ঘরে একটি করে ছাগল উপহার হিসেবে তুলে দেন এনসিপির নেতাকর্মীরা।
এ বিষয়ে জাতীয় যুব শক্তির যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদ বলেন, আমাদের সদস্যদের নিজস্ব অর্থায়নে সোনারগাঁয়ে পাঁচ জন শহীদের নামে কোরবানি করব। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে শহীদ পরিবারের মধ্যে পশু উপহার তুলে দিচ্ছি। শহীদরা আমাদের প্রেরণা। যত বেশি তাদের স্মরণ করব, দেশ তত বেশি সঠিক পথে থাকবে।
আরও পড়ুন
উপহার পেয়ে শহীদ পরিবারের স্বজনরা এনসিপি নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জুলাই আন্দোলনে শহীদ মেহেদীর বাবা সানাউল্লাহ বলেন, ঘটনার দিন মেহেদী বন্ধুর সঙ্গে চিটাগাং রোড গিয়েছিল। সেখানে গুলিতে সে স্পটেই মারা যায়। আজ যারা তাকে স্মরণ করে কোরবানির পশু উপহার দিয়েছে, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
কোরবানির পশু উপহার দেওয়ার সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী শাকিল সাইফুল্লাহ, যুগ্ম সমন্বয়কারী কবি খন্দকার পনির, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, ইয়ানুর ও মোহাম্মদ আনিস, মারুফুল।
মীমরাজ হোসেন/এসএসএইচ