ব্রাহ্মণবাড়িয়ায় শসা চুরিকে কেন্দ্র করে ৩ ঘণ্টার সংঘর্ষে আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শসা চুরিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১০ জুন) ভোরে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামে প্রায় তিন ঘণ্টাব্যাপী এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সূচনা হয় সোমবার রাতে, স্থানীয় জুলুস মিয়ার ছেলে জুয়েল নিজ জমিতে প্রতিবেশী জালাল মিয়ার ছেলে হৃদয়কে শসা চুরি করতে দেখেন। চুরির সময় হৃদয়কে ধরে ফেলেন জুয়েল এবং তার অভিভাবকদের কাছে অভিযোগ করেন। হৃদয়ের পক্ষে তার চাচা এসে ক্ষমা চাইলেও বিষয়টি মীমাংসায় না গড়ায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় মঙ্গলবার ভোরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী মীর্জা আলী ও জুয়েল মিয়ার সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েন। টানা তিন ঘণ্টার সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।
আরও পড়ুন
আহতদের মধ্যে জুয়েল মিয়ার পক্ষের লোকজনকে হবিগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে মীর্জা আলীর অনুসারীরা চিকিৎসা নিচ্ছেন নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) তপন সরকার বলেন, ভোরে সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে।
মাজহারুল করিম অভি/এএমকে