আহত ছাত্রদল নেতার পাশে প্রিন্স, হামলাকারীরা গ্রেপ্তার না হওয়ায় উদ্বেগ

সন্ত্রাসী হামলায় আহত ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. জালাল উদ্দিনের (২৭) চিকিৎসার খোঁজখবর নিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এ সময় হামলাকারীরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রনেতা জালাল উদ্দিনের সঙ্গে দেখা করে উদ্বেগ প্রকাশ করেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
এ সময় জেলার সিভিল সার্জন ডা. মো. সাইফুল ইসলাম, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নিহাদ সালমান ডুনন প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সৈয়দ এমরান সালেহ প্রিন্স ঢাকা পোস্টকে বলেন, বর্তমানে জালাল আশঙ্কামুক্ত। তবে চিকিৎসকরা জানিয়েছেন- তাকে আরও কিছুদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হবে। তবে এই সন্ত্রাসী হামলার ঘটনায় থানায় মামলা হলেও এখন পর্যন্ত হামলাকারী ও নেপথ্যের নায়করা আটক না হওয়ায় ধোবাউড়াবাসীর সঙ্গে আমিও ক্ষুব্ধ ও উদ্বিগ্ন।
এর আগে গত ৯ জুন বিএনপির ঈদ পুর্নমিলনী অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে ধোবাউড়া উপজেলার পুড়াকান্দুলিয়া ইউনিয়নের দুধনই বাজার এলাকায় একদল সন্ত্রাসী তার ওপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করে। এ ঘটনায় ওই রাতেই তাকে রক্তাক্ত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গত ১০ জুন জালাল উদ্দিনের ভাই মো. বেলাল হোসেন বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে মামলা করেছে।
এ বিষয়ে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন ঢাকা পোস্টকে বলেন, হামলার পর থানায় মামলা হয়েছে। ওই মামলায় ইতোমধ্যে সাইফুল ইসলাম কনক (৩৮) নামে এক আসামি গ্রেপ্তার হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আমান উল্লাহ আকন্দ/আরএআর