নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ১

নরসিংদীর পলাশ উপজেলার খানিপুর বাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ইসমাইল হোসেন (৩০) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন।
রোববার (১৫ জুন) রাত পৌনে ১১টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
আহত ইসমাইল হোসেন নরসিংদীর পলাশ থানার খানিপুর গ্রামের রহিম ভুঁইয়ার ছেলে। তিনি বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসিতে) চাকরি করেন বলে জানিয়েছেন স্বজনরা।
গুলিবিদ্ধ ইসমাইলের ভাই নাজিম জানান, রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আমাদের এলাকায় বিএনপির ড. মঈন খান গ্রুপ এবং জুয়েল গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আমার ভাই খানিপুর বাজার মোড়ে দাঁড়িয়ে থাকলে একটি গুলি এসে আমার ভাইয়ের বুকে লাগে। পরে আমরা খবর পেয়ে প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি। ঢামেক হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকরা জানিয়েছেন আমার ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে তার চিকিৎসা চলছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, রোববার রাত পৌনে ১১টার দিকে নরসিংদী থেকে বুকে গুলিবিদ্ধ অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালের নিয়ে আসা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগের তার চিকিৎসা চলছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।
এসএএ/এমএন