ঢাকায় ফেরার পথে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল দুই বন্ধুর

ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরার পথে দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) সকাল সাড়ে ৬টার দিকে ফুলবাড়ী উপজেলার রাঙ্গামাটি বিজিবি ক্যাম্প-সংলগ্ন ডাঙ্গাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—দিনাজপুরের কাহারোল উপজেলার রামপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে সাজু ইসলাম (৩৩) ও জয়রামপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মোতালেব হোসেন (২৭)। এর মধ্যে মোতালেব ঢাকায় বাইক রাইডার হিসেবে কাজ করতেন। সাজু ইসলাম অন্য একটি পেশায় নিয়োজিত ছিলেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ভোরে মোটরসাইকেলে ঢাকার উদ্দেশে রওনা দেন সাজু ও মোতালেব। পথে একটি প্লাস্টিকের ঝুড়িবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটি সড়কের পাশে উল্টে পড়ে। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন
নিহত সাজুর চাচাতো ভাই তরিকুল ইসলাম বলেন, ঈদে বাড়ি এসেছিলেন ওরা। আজ সকালে কর্মস্থলে ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল।
নিহত আবু মোতালেবের স্ত্রীর বড় ভাই মিজানুর রহমান বলেন, দুই বছর আগে মোতালেব বিয়ে করেন। বিয়ের পর থেকেই মোতালেব ঢাকায় থেকে মোটরসাইকেল চালিয়ে সংসার চালাচ্ছিলেন। সম্প্রতি বিদেশ যাওয়ার জন্য সৌদি আরবে কাজের চেষ্টা করছিলেন। ঢাকায় গিয়ে পাসপোর্ট ও ভিসার কাজ শেষ করে কয়েক দিনের মধ্যেই বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু তার আগেই তার মৃত্যুর খবর এলো।
ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, দুর্ঘটনার পর ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে গেছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। সড়ক পরিবহন আইনে মামলা প্রক্রিয়াধীন। ময়নাতদন্ত শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এএমকে