বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ওলামা দল নেতার

ময়মনসিংহের তারাকান্দা উপজেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মো. হারুন অর রশীদ (৫০) বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন। বৃহস্পতিবার (১৯ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার বানিহালা ইউনিয়নের নলদিঘী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হারুন অর রশিদ নলদিঘী গ্রামের বাসিন্দা মো. সিরাজুল ইসলামের ছেলে।
তারাকান্দা উপজেলা উলামা দলের আহ্বায়ক মো. আতিকুল ইসলাম জানান, নিজ বাড়িতে বিদ্যুতের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন হারুন অর রশীদ। এতে তার বাম হাত পুড়ে যায়। এ সময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। কিন্তু হাসপাতালে পৌঁছার পর তার মৃত্যু হয়।
তিনি বলেন, হারুন অর রশীদ বিএনপির নিবেদিত প্রাণ ছিলেন। তিনি উপজেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্বরত ছিলেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
তারাকান্দা থানার ডিউটি অফিসার এসআই জহুরা আক্তার ঢাকা পোস্টকে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলছে।
আমান উল্লাহ আকন্দ/আরএআর