যশোরে কৃষক দল নেতা হত্যাকাণ্ডে আসামির স্বীকারোক্তি

যশোরের অভয়নগরে কৃষক দল নেতা তরিকুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি পল্লব বিশ্বাস (২৭) ওরফে সুদিপ্তকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২৪ জুন) তাকে আদালতে সোপর্দ করা হলে তিনি হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেন বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এর আগে, সোমবার দিবাগত রাতে মনিরামপুরের সুজাতপুর এলাকা থেকে তাকে গ্ৰেপ্তার করা হয়।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রহমত আলী তার জবানবন্দি গ্রহণ করেন। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গ্রেপ্তারকৃত পল্লব মনিরামপুর উপজেলার সুজাতপুর গ্ৰামের পরিতোষ বিশ্বাসের ছেলে।
পুলিশ সূত্র জানায়, সোমবার রাতে মনিরামপুরের সুজাতপুর এলাকা থেকে অভিযান চালিয়ে তরিকুল হত্যা মামলার অন্যতম আসামি পল্লব বিশ্বাসকে গ্ৰেপ্তার করা হয়। পল্লবের বিরুদ্ধে ইতিপূর্বে অস্ত্র, খুন, মাদকসহ থানায় পাঁচটি মামলা রয়েছে।
যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক ভুইয়া বলেন, আলোচিত তরিকুল হত্যাকাণ্ডের ঘটনায় পল্লব বিশ্বাসকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে ডিবি পুলিশ। পরে তাকে আদালতে সোপর্দ করলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
গত ২২ মে যশোরের অভয়নগরে নওয়াপাড়া পৌর কৃষক দলের সভাপতি তরিকুল ইসলামকে (৫০) কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ দিন সন্ধ্যায় উপজেলার সুন্দলী ইউনিয়নের ডহর মশিয়াহাটী গ্রামের বাড়েদা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তরিকুল ইসলাম নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড ধোপাদী গ্রামের মৃত ইব্রাহিম সরদারের ছেলে। তিনি ঘের ব্যবসায়ী ছিলেন।
এএমকে