করোনা আক্রান্ত শিক্ষার্থী, পরীক্ষা নেওয়া হলো বিশেষ ব্যবস্থায়

কুমিল্লার চান্দিনায় পরীক্ষাকেন্দ্রে গিয়ে এক এইচএসসি পরীক্ষার্থী জানায় যে সে করোনাভাইরাসে আক্রান্ত। পরে প্রশাসনের তৎপরতা ও সচেতনতার কারণে বিশেষ ব্যবস্থায় আলাদা কক্ষে নেওয়া হয়েছে তার পরীক্ষা।
বৃহস্পতিবার (২৬ জুন) সকালে চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, সকালে রেদোয়ান আহমেদ কলেজ কেন্দ্রে এইচএসসির বাংলা ১ম পত্রের পরীক্ষায় অংশ নিতে আসেন চান্দিনা মহিলা কলেজের ওই শিক্ষার্থী। তখন কেন্দ্রে দায়িত্বরতদের তার করোনা আক্রান্তের বিষয়টি জানালে আলাদা কক্ষে তার পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়। পাশাপাশি তার জন্য নিয়োগ করা হয় আলাদা পরিদর্শক।
এ ব্যাপারে চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক বলেন, গত ১৫ জুন নমুনা পরীক্ষা করে ওই শিক্ষার্থীর করোনা শনাক্ত হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। পরে বিশেষ ব্যবস্থায় তার পরীক্ষা নেওয়া হয়েছে। এছাড়া এদিন সব কেন্দ্রে আমাদের পক্ষ থেকে মাস্ক দেওয়া হয়েছে। আগামীকাল (শুক্রবার) করোনা আক্রান্ত ওই শিক্ষার্থীকে পুনরায় পরীক্ষা করতে বলা হয়েছে। যদি এবার ফলাফল নেগেটিভ আসে তাহলে আগামী পরীক্ষা সবার সঙ্গে বসে দিতে পারবেন। স্বাস্থ্যবিধি মানতে সকলকে সচেতন করা হয়েছে।
তারেক চৌধুরী/আরকে