সাগরে মাছ ধরায় ১৭ জেলে আটক

ভোলা সদর উপজেলায় মেঘনা নদীর মদনপুর এলাকা থেকে নিষেধাজ্ঞা উপেক্ষা করে সমুদ্র থেকে মাছ শিকার করে ফেরার পথে একটি ট্রলারসহ ১৭ জেলেকে আটক করা হয়েছে। মঙ্গলবার (০৮ জুন) সন্ধ্যায় মৎস্য অফিস ও নৌ-পুলিশের অভিযান চালিয়ে মাছসহ ফিশিং বোটটি জব্দ করা হয়।
জানা যায়, সাগরে মাছ ধরা শেষে মাহিমা-৩ নামের ফিশিং বোটটি চাঁদপুরের উদ্দেশে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মৎস্য অফিস ও নৌ-পুলিশ অভিযান চালিয়ে ১৭ জন জেলেসহ ট্রলারটি আটক করে। এ সময় ইলিশ, রুপচাঁদা, টোনাসহ কিছু সামুদ্রিক মাছ জব্দ করা হয়।
ভোলা সদর উপজেলা মৎস্য কর্মকর্তা জামাল হোসেন বলেন, আজ বুধবার (০৯ জুন) সাকলে মেরিন আইনে জব্দ হওয়া ট্রলারকে ১৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয় ও মাছগুলো ২০ হাজার টাকা নিলামে বিক্রি করা হয়েছে। নিলামের সমপরিমাণ টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য, ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন সমুদ্রে মাছের প্রজনন, উৎপাদন, মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই মৎস্য আহরণের জন্য সব ধরনের মৎস্য শিকার নিষিদ্ধ করেছে সরকার।
এমএসআর