করোনায় সুরক্ষাসামগ্রী নিয়ে সড়কে নামল পুলিশ

‘নো মাস্ক নো মুভমেন্ট’ স্লোগানে করোনা মহামারি সংক্রামণরোধে মাঠে নেমেছে সুনামগঞ্জ জেলা পুলিশ। হাতে হেন্ডমাইক, স্যানিটাইজার ও মাস্ক। রাস্তায় ঘুরে ঘুরে সদস্যরা এসব বিতরণ করছেন অসচেতন মানুষের মাঝে।
বুধবার (৯ জুন) দুপুরে সুনামগঞ্জ পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে সাধারণ মানুষদের মাঝে মাস্ক বিতরণ কর্মসূচি পালন করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ সার্কেল) জয়নাল আবেদীন, সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুর রহমান, ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর শামসুল আলম প্রমুখ।

পথচারী কামরান মিয়া ঢাকা পোস্টকে বলেন, আমরা অনেকে স্বাস্থ্যবিধি মানি না। আবারও অনেকে মাস্ক পরে বের হওয়ার কথা মনে থাকে না। সড়কে পুলিশ দেখলেই মনে হয়। আজ পুলিশ দেখে মনে হয়েছে মাস্কের কথা। তবে তারা আমাকে জরিমানা না করে মাস্ক দিয়েছে। এতে আমার নতুন করে অভিজ্ঞতা হলো। এখন থেকে বের হওয়ার সময় মাস্কের কথা মনে হবে।
সুনামগঞ্জ পুলিশ সুপার মো. মিজানুর রহমান ঢাকা পোস্টকে বলেন, করোনাকালীন কিছু মানুষ যেমন স্বাস্থ্যবিধি মানছেন, আবার কিছু মানুষ মানছেন না। যারা মানছেন না, আজ তাদের আমরা সচেতনতা বৃদ্ধির জন্য আহ্বান জানিয়েছি। মাস্ক বিতরণ করেছি।
এত দিন স্লোগান ছিল ‘নো মাস্ক নো সার্ভিস’। তবে আজ আমরা বলেছি ‘নো মাস্ক নো মুভমেন্ট’। কারণ, দিন দিন যেভাবে সংক্রমণ বাড়ছে, মাস্কের কোনো বিকল্প নেই বলে জানান তিনি।
সাইদুর রহমান আসাদ/এনএ