ঠাকুরগাঁওয়ে ইউপি চেয়ারম্যান আটক

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মো. সোহেল রানাকে আটক করছে পুলিশ। সোমবার (৩০ জুন) দুপুরে বালিয়াডাঙ্গী চৌরাস্তা এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত আলী সরকার। তবে কোন মামলায় তাকে আটক করা হয়েছে তা বলতে পারেননি তিনি।
জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী ডিগ্রি কলেজ থেকে বাড়ি যাওয়ার সময় বালিয়াডাঙ্গী চৌরাস্তায় থামলে পুলিশ তাকে আটক করে। পরে তাকে থানায় নিয়ে যায়।
আরও পড়ুন
আরও জানা গেছে, সোহেল রানা আওয়ামী লীগের আমলে দুওসুও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তখন থেকেই তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানববিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে ওসি মো. শওকত আলী সরকার ঢাকা পোস্টকে বলেন, দুপুরে দিকে বালিয়াডাঙ্গী চৌরাস্তায় দুওসুও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মো. সোহেল রানাকে আটক করা হয়েছে। তার এখনো কোনো মামলা দেওয়া হয়নি। মামলার প্রক্রিয়া চলছে।
রেদওয়ান মিলন/এএমকে