সাতক্ষীরায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) দুপুরের পর সাতক্ষীরা সদর থানায় মামলাটি রেকর্ড করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক। তিনি বলেন, মামলাটি রেকর্ড হয়েছে সদর থানায়, মামলা নম্বর ০১। মামলায় ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩০৭/৫০৬/১১৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। তিনি আরও বলেন, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালায়। অভিযুক্তদের মধ্য থেকে সাব্বির হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, গতকাল (৩০ জুন) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে নেতৃত্ব-সংক্রান্ত বিরোধের জেরে অতর্কিত হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বহিরাগত একদল সন্ত্রাসী লাঠি ও রড নিয়ে প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের ওপর হামলা চালায়। এতে প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, ডিবিসি নিউজের প্রতিনিধি বেলাল হোসেন, ভোরের আকাশ পত্রিকার সম্পাদক আমিনুর রহমানসহ অন্তত ৩০ জন সাংবাদিক আহত হন।
আরও পড়ুন
ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (১ জুলাই) সাতক্ষীরা নিউ মার্কেট এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেন সাতক্ষীরা প্রেসক্লাবসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
মানববন্ধনে বক্তব্য দেন প্রেসক্লাবের একাংশের সভাপতি আবুল কাশেম। তিনি বলেন, জেলা প্রশাসনের উদ্যোগে প্রেসক্লাবের ভবিষ্যৎ নেতৃত্ব ও নির্বাচন নিয়ে একটি সভা হয়। আমরা সেখানে সুস্পষ্ট প্রস্তাব দিয়েছি—একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে সদস্য যাচাই-বাছাই শেষে প্রেসক্লাবের নেতৃত্ব নির্বাচন করতে হবে। ৮ জুলাই সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে পরবর্তী বৈঠক হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, ওই বৈঠক পর্যন্ত কোনো নতুন কর্মসূচি নেব না। তবে কর্মসূচি প্রত্যাহার নয়, শুধু স্থগিত করেছি। প্রয়োজনে আবারও রাজপথে নামব।
আবুল কাশেম আরও বলেন, আমরা কারও রক্তের সঙ্গে বেঈমানি করতে পারি না। পুলিশ সুপার আমাদের আশ্বস্ত করেছেন, আইনি প্রক্রিয়া সঠিকভাবেই এগোবে। সাংবাদিকদের ওপর হামলার বিচার নিশ্চিতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।
সাতক্ষীরার সাংবাদিক সমাজ এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে বাকি হামলাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
ইব্রাহিম খলিল/এএমকে