আনুপাতিক পদ্ধতির নির্বাচন সময়ের দাবি : চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সংস্কারে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু করাই এখন সময়ের দাবি। তিনি বলেন, দেশের অধিকাংশ রাজনৈতিক দল এ পদ্ধতির পক্ষে একমত। কারণ, এটি একদিকে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করে, অন্যদিকে সব দলের অংশগ্রহণে একটি অন্তর্ভুক্তিমূলক সংসদ গঠন সম্ভব হয়।
মঙ্গলবার (১ জুলাই) সিলেট নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সুলেমান হলে ইসলামপন্থিদের ঐক্য ভাবনা ওলামায়ে কেরাম ও তাওহিদি জনতার করণীয় শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, পিআর পদ্ধতিতে দলগুলো প্রাপ্ত ভোট অনুযায়ী সংসদীয় আসন পায়। এতে একক ক্ষমতা দখলের পথ বন্ধ হয় এবং ছোট দলগুলোর সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত হয়। এর ফলে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ, আপোস ও যৌথ সিদ্ধান্ত গ্রহণের পরিবেশ সৃষ্টি হয়। এই পদ্ধতিই একনায়কতান্ত্রিক প্রবণতা রোধে কার্যকর ভূমিকা রাখতে পারে।
তিনি বলেন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, বৈচিত্র্যের প্রতি সম্মান ও জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটানোর জন্য আমাদেরকে আনুপাতিক প্রতিনিধিত্বভিত্তিক নির্বাচনের পথেই এগোতে হবে।
আরও পড়ুন
সামাজিক ও ধর্মীয় প্রেক্ষাপটে ওলামায়ে কেরামের ভূমিকা প্রসঙ্গে পীর সাহেব বলেন, মুসলমানদের অনৈক্যের কারণেই আজ বিশ্বব্যাপী মুসলিম উম্মাহ দুর্বল হয়ে পড়েছে। বাংলাদেশের মুসলমানরাও নানা ষড়যন্ত্রের শিকার। ইসলামপ্রিয় জনগণকে কোনঠাসা করার চেষ্টাও চলছে। ওলামায়ে কেরামের উচিত পারস্পরিক মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। অতীতে উপমহাদেশের আলেমরা ঐক্যবদ্ধভাবে জালিমের বিরুদ্ধে কথা বলেছেন, আজও সেই ঐক্য অপরিহার্য।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিলেট জেলা সভাপতি হজরত মাওলানা রেদওয়ানুল হক চৌধুরী রাজু।
বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির হাফিজ মাওলানা শায়খ মজদুদ্দীন আহমদ, পীর সাহেব বরাইগ্রামী শায়খ মাওলানা নুরুল ইসলাম, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা মুফতি রেজাউল করিম আবরার, জামেয়া গলমুকাপন মাদ্রাসার শাইখুল হাদিস শায়খ মাওলানা রুহুল আমিন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি মাঈনুদ্দীন খান তানভীর, জামেয়া কাজিরবাজার মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা মুফতি সাইদ আহমদ, মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, শিক্ষা সচিব মাওলানা মাশুক আহমদ সালামী এবং খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সহসাধারণ সম্পাদক মাওলানা মুতাছিম বিল্লাহ জালালী প্রমুখ।
মাসুদ আহমদ রনি/এএমকে