উলিপুরে গাছের নিচে চাপা পড়ে নৈশপ্রহরীর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে গাছের নিচে চাপা পড়ে মুকুল খন্দকার (৪৩) নামের এক নৈশপ্রহরীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) দুপুরে উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের বড়াইবাড়ি এলাকায় ঘটনাটি ঘটে।
এলাকাবাসী ও নিহতের স্বজনেরা জানান, মুকুল খন্দকার চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের শাহের আলী খন্দকারের ছেলে। তিনি পার্শ্ববর্তী এলাকা উলিপুর উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের বড়াইবাড়ি এলাকার আহাম্মদ খন্দকারের বাড়িতে গাছ কাটতে যান। একপর্যায়ে একটি গাছ উল্টে তার ওপর পড়ে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিরা তাকে উদ্ধার করেন। তবে ঘটনাস্থলেই তিনি মারা যান। মুকুল চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুটিরগ্রাম এমএইচ বালিকা দাখিল মাদরাসার নৈশপ্রহরী পদে চাকরি করতেন।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, গাছের নিচে চাপা পড়ে একজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ যাওয়ার আগেই লাশ চিলমারী নিয়ে গেছে। পরিবারের কেউ থানায় অভিযোগ করেননি।
মমিনুল ইসলাম বাবু/এমএন