বিদ্যুৎ বিলের কোটি টাকা হাতিয়ে নেওয়া সেই মোক্তারের আদালতে দোষ স্বীকার

রাজবাড়ীতে প্রতারণা করে গ্রাহকদের বিদ্যুৎ বিলের কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হওয়া সেই ওজোপাডিকোর পিচরেট কর্মচারী (অবৈধ মিটার রিডারম্যান) মো. রেজাউল ইসলাম ওরফে মোক্তার বিশ্বাস (৪০) আদালতে ১৬৪ ধারায় দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
শুক্রবার (১১ জুলাই) দুপুরের পর রাজবাড়ীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতে তোলা হলে আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহসিন হাসানের কাছে তিনি দোষ স্বীকার করে জবানবন্দি দেন।
এর আগে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল ইসলামের নের্তৃত্বে রাজবাড়ী সদর থানা ও ডিবি পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে গাজীপুর মেট্রোর সদর থানার শিমুলতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। এরপর রাতেই তাকে রাজবাড়ীতে নিয়ে আসা হয়।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, মিটার রিডারম্যান মোক্তার গ্রাহকদের বিদ্যুৎ বিলের টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হয়ে যান। পরে গত ২ জুলাই ওজোপাডিকোর সহকারী প্রকৌশলী বাদী হয়ে মোক্তারকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। আমরা বৃহস্পতিবার সন্ধ্যায় সদর থানা ও ডিবি পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে গাজীপুর জেলার শিমুলতলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, শুক্রবার দুপুরে গ্রেপ্তার মোক্তারকে আদালতে তোলা হলে তিনি আদালতে ১৬৪ ধারায় ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আরও পড়ুন
মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) পাভেল মোল্লা বলেন, মোক্তার আদালতে ১৬৪ ধারায় দোষ স্বীকার করে জবানবন্দি প্রদান করেছেন। মামলার তদন্তের স্বার্থে এর চেয়ে বেশি কিছু বলা যাচ্ছে না। তবে এই প্রতারণার সঙ্গে আরও কেউ জড়িত থাকলে তাদের গ্রেপ্তার করা হবে।
রাজবাড়ীর গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল ইসলাম বলেন, গ্রাহকদের বিদ্যুৎ বিলের কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনাটি জেলায় চাঞ্চল্য সৃষ্টি করে। পরে বিষয়টি নিয়ে আমরা কাজ শুরু করি। আমার নের্তৃত্বে ডিবি ও সদর থানা পুলিশের টিম যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
জানা গেছে, রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড চরনারায়নপুর গ্রামের সেলিম রেজা ওরফে সেলিম মাস্টারের ছেলে মো. মোক্তার বিশ্বাস সদর উপজেলার আলীপুর ও শহীদওহাবপুর ইউনিয়নে দীর্ঘ ১৫ বছর ধরে ওজোপাডিকোর বিদ্যুতের মিটার রিডারম্যান হিসেবে কাজ করছেন। অভিযুক্ত মোক্তার রাজবাড়ী জেলার ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) নিয়োগপ্রাপ্ত কর্মচারী মিটার রিডারম্যান হিসেবে পরিচয় দিয়ে আলীপুর ও শহীদওহাবপুর ইউনিয়নে বিদ্যুৎ বিল তৈরি, গ্রাহকদের কাছ থেকে বিল সংগ্রহ, বিকাশের মাধ্যমে বিল আদায় এবং নতুন সংযোগের নামে অর্থ গ্রহণ করতেন। ২০২৩ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রায় দুই বছরে ২টি ইউনিয়নের শতাধিক গ্রাহকের কাছ থেকে মোবাইল ব্যাংকিং ‘বিকাশ’-এর মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধের নামে কোটি টাকা হাতিয়ে নিয়ে তিনি গা ঢাকা দিয়েছিলেন। পরে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে ওই সব গ্রাহকদের বকেয়া বিল পরিশোধ করার জন্য নোটিশ প্রদান করা হয়।
এ ঘটনায় প্রতিকার চেয়ে গত ২ জুলাই বেলা ১১টার দিকে ভুক্তভোগী গ্রাহকরা রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তারের কাছে লিখিত অভিযোগ দেন। পরে জেলা প্রশাসকের দ্রুত হস্তক্ষেপে রাজবাড়ী ওজোপাডিকোর সহকারী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম বাদী হয়ে মিটার রিডারম্যান মোক্তার বিশ্বাসের বিরুদ্ধে ৪০৬/৪২০ ধারায় রাজবাড়ী থানায় মামলা দায়ের করেন।
মীর সামসুজ্জামান সৌরভ/এএমকে