ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতি ওয়াদুদ, সম্পাদক হানজালা

দীর্ঘ ১৭ বছর পর নওগাঁর ধামইরহাট উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে আব্দুল ওয়াদুদ সভাপতি ও মো. হানজালা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (১৯ জুলাই) অনুষ্ঠিত সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
সাংগঠনিক সম্পাদকের দুটি পদে প্রত্যক্ষ ভোটে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন শামিম কবির ও তারিকুল ইসলাম। ৮টি ইউনিয়নের মোট ৪০৬ জন কাউন্সিলের মধ্যে ৩৫৬ জন ভোট দিয়েছেন।
দলীয় সূত্রে জানা যায়, সর্বশেষ ১৭ বছর আগে ধামইরহাট উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হয়েছিল। এরপর কোনো সম্মেলন করতে পারেনি দলটি।
বিকেল ৪টার দিকে ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রেজাউল ইসলাম রেজু।
ধামইরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মনোয়ারুল কায়সারের সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক ছনি, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিউল আজম এবং সদস্য মাসুদ হাসান তুহিন উপস্থিত ছিলেন।
শামীম/এসএম