মেয়েকে স্কুল থেকে আনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন মা

ঢাকায় স্কুলে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় মেহেরপুরের গাংনীর মটমুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদের মেয়ে উম্মে হাবিবা রজনী (৩৭) নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়ায় স্বামীর বাড়িতে তার দাফন সম্পন্ন হয়েছে।
স্বামী জহিরুল ইসলামের সঙ্গে দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করছিলেন নিহত রজনী। জহিরুলের গ্রামের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চর সাদিপুরে।
নিহত রজনীর ভাই আশিক বলেন, দুলাভাই ঢাকায় চাকরি করতেন, এ কারণে আমার বোন উত্তরা এলাকায় একটি বাসায় বসবাস করতেন। বোনের মেয়ে ঝুমঝুম খাতুন (১২) ঢাকা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করে। প্রতিদিনের ন্যায় দুর্ঘটনার সময় স্কুল থেকে মেয়েকে আনতে যান আপা। এ সময় বিমান বিধ্বস্ত হলে তিনি গুরুতর আহত হয়। পরে হাসপাতালে তার মরদেহ পাওয়া যায়। মেয়ে ঝুমঝুম আহত হলেও সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে শিশুটি পরিবারের সঙ্গে রয়েছে।
উম্মে হাবিবা রজনীর মরদেহ রাত ৩টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার বাওট গ্রামে বাবার বাড়িতে পৌঁছায়। এরপর রাতেই কুষ্টিয়ার দৌলতপুরের চর সাদিপুর গ্রামে স্বামীর বাড়িতে নেওয়া হয়। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় সেখানে তার দাফন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
এই অকাল মৃত্যুর ঘটনায় গাংনী উপজেলা ও বাওট গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল শিক্ষার্থী ছিল। যাদের বেশিরভাগই হতাহত হয়েছে।
তরিকুল ইসলাম/আরকে