পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল ভাইবোনের

নওগাঁয় পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু হয়েছে। শনিবার (১২ জুন) দুপুর আড়াইটার দিকে শহরের বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের পুকুরে এ ঘটনা ঘটে।
মৃতরা হলো সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের শ্যামলের ছেলে রাসেল (১৪) ও শাওনের মেয়ে সিমু (৬)। তারা শহরের বাঁঙ্গাবাড়িয়া মহল্লার থানার পেছনে ভাড়াবাসায় থাকত।
স্থানীয়রা জানায়, দুপুর ১২টার দিকে রাসেল ও সিমু বাড়ি থেকে প্রায় ৫০০ ফুট দূরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের পুকুরে গোসল করতে যায়। গোসলের সময় ঘাটে গামছা ও জুতা রেখে তারা পুকুরে নামে। এ সময় পুকুরে কেউ ছিল না। গোসলের একপর্যায়ে তারা পানিতে ডুবে।
এদিকে পরিবারের সদস্যরা তাদের খুঁজতে থাকে। দুপুর ২টার দিকে পুকুরঘাটে জুতা ও গামছা দেখে নিশ্চিত হয় তারা পুকুরে গোসল করতে নেমেছিল। পরে নওগাঁ ফায়ার সার্ভিস ইউনিটে সংবাদ দিলে তারা ঘটনাস্থলে ছুটে আসে। এর আগেই স্থানীয়রা দুই শিশুর লাশ উদ্ধার করে।
নওগাঁ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই বলে তিনি জানান।
শামীনূর রহমান/এমএসআর