কচুয়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মনির হোসেন গ্রেপ্তার

চাঁদপুরের কচুয়ার সাচার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাচার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাচার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মনির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩০ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সাচারের কান্দিরপার গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মনির হোসেনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম।
থানা ও বিভিন্ন সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে ছিলেন তিনি। ২০২২ সালে কচুয়ার বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির ইফতার মাহফিলে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের গাড়ি হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি তিনি। এছাড়াও তার বিরুদ্ধে আরো মামলা রয়েছে।
কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম বলেন, বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
আনোয়ারুল হক/জেডএস